নাসার মঙ্গল অভিযান
        
        তেহরান (ইকনা): লাল গ্রহ  মঙ্গল ে বৃহস্পতিবার সফলভাবে কাঙ্ক্ষিত অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোভার ‘পাসিভিআরান্স’। গ্রহটির বুকে প্রথম রোভার নেমেছিল ১৯৯৭ সালে। এরপর একে একে সেখানে পা রাখল পাঁচটি রোভার। এখন বিজ্ঞানীদের কাছে বিশ্ববাসীর প্রশ্ন, লাল মাটিতে কবে পড়বে মানুষের পা।
                সংবাদ: 2612285               প্রকাশের তারিখ            : 2021/02/21