‘Muslim Congress’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনের উপান্তে ইসলামি বাজার ছাড়াও দ্বিতীয় জাতিয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত কুরআন প্রতিযোগিতা দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপ ১৬ বছর এবং দ্বিতীয় গ্রুপ ১৭ বছরের ঊর্ধ্বে কুরআন তেলাওয়াত, হেফজ এবং কুরআনের ভাবার্থে অনুষ্ঠিত হবে।
আমেরিকার মুসলিম কংগ্রেস একটি বেসরকারি এনজিও। এ এনজিওটি আমেরিকার বসবাসকৃত মুসলিম অধিবাসীদের অর্থায়নে পরিচালিত হয়। এনজিওটি ২০০৫ সাথে হযরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর আহলে বাইয়েতের শিক্ষা প্রচারের উদ্দেশ্যে সংগঠিত হয়েছে। উক্ত এনজিওটি অভ্যন্তরীণ অথবা বহিরাগত কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়।
1398100