IQNA

জর্ডানের মুফতি ফেইসবুক ব্যবহারকে হারাম ঘোষণা করেছেন

23:40 - July 17, 2010
সংবাদ: 1957318
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: জর্ডানের সাবেক মুফতি নুহ আলী সালমান আল কোদ্বাত, ফেইসবুক ব্যবহারের শরয়ী আহকামের বিষয়ে প্রদত্ত এক ফতোয়ায়, ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে এ ধরণের প্রযুক্তি ব্যবহাররকে হারাম ঘোষণা করেছেন।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ফতওয়া’তে ইন্টারনেটের অন্যান্য ওয়েব সাইট ব্যবহারের শরয়ী আহকামও উল্লেখিত হয়েছে। এতে বলা হয়েছে যে, এ হুকুমটি ব্যবহারের উপর নির্ভরশীল; যদি কেউ ফাসাদ প্রসারের উদ্দেশ্যে ব্যবহার করে তবে তা হারাম হবে।
জর্ডানের প্রাক্তন মুফতি আরো উল্লেখ করেছেন যে, বৈধ কথোপকথন, কল্যাণকর কাজের প্রচারের উদ্দেশ্যে এবং সংবাদ প্রচারের উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহারে কোন অসুবিধা নেই। কেননা একজন মুসলমান কল্যাণকর কর্মের প্রসারের জন্য সকল প্রকার উপকরণ হতে উপকৃত হতে পারে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জর্ডানে ফেইসবুকের ৫ লাখ ইউজার রয়েছে।
উল্লেখ্য যে, Facebook একটি সামাজিক ওয়েব সাইট। যা ২০০৪ সালে এ নামের এক কোম্পানী চালু করে।#615713
captcha