ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী’র” দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী’র উপস্থিতিতে “আল-মাহদি” মাদ্রাসার প্রোগ্রাম এবং ক্রিয়াকলাপ বর্ণনা করা হয়েছে।
এই অনুষ্ঠানের প্রারম্ভে, “আল-মাহদি” মাদ্রাসার প্রধান “বসির হোসাইন” উক্ত মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম এবং কার্যকলাপের প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে “হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী” জ্ঞান অর্জনের গুরুত্ব, আখলক এবং নারীদের সতীত্বের আলোকে নিজের মূল্যবান বক্তৃতা প্রদান করেন।
এই অনুষ্ঠানে থাইল্যান্ডের বিভিন্ন ধর্মীয় ছাত্র এবং “আল-মাহদী” মাদ্রাসার কর্মকর্তারা উপস্থিত থাকেন এবং ইরানের পবিত্র শহর কোমের স্নাতকোত্তর ছাত্ররা ২২-শে ফেব্রুয়ারিতে মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী’র” দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী’র সঙ্গে দেখা করেন।
958532#