ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: থাইল্যান্ডের মুসলিম ছাত্র সংসদ সদস্যদের অংশগ্রহণে উক্ত শীর্ষক বৈঠক মার্চ মাসের তিন তারিখে অনুষ্ঠিত হয়েছে।
এই শীর্ষক বৈঠকের প্রধান উদ্দেশ্য এই ছাত্র সংসদ সম্পর্কে এদেশের অন্যান্য মুসলিম ছাত্রদের অবগত করা, জনসাধারণের সমর্থন এবং সাহায্য এবং এই ছাত্র সংসদের ক্রিয়ালোপগুলো সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মুখে তুলে ধরা।
এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে উক্ত সংগঠনে প্রাক্তন এবং স্নাতক ছাত্রদের মধ্যে ৫০ জন সদস্য রয়েছে।
উল্লেখ্য যে, মুসলিম ছাত্র সংসদের পক্ষ থেকে এদেশে বিভিন্ন সাংস্কৃতিক এবং ইসলামিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
964848#