IQNA

তুর্কমেন এবং রাশিয়ান ভাষায় দোয়া কুমাইল অনুবাদ

23:04 - March 21, 2012
সংবাদ: 2294015
চিন্তা এবং বিজ্ঞান বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সহ দূতের প্রচেষ্টায় তুর্কমেন এবং রাশিয়ান ভাষায় দোয়া কুমাইল অনুবাদ এবং প্রকাশিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তুর্কমেনের ভাষায় “গানদিম কোরবানি অফ” কর্তৃক দোয়া কুমাইল অনুবাদ হয়েছে। কয়েকজন গবেষক ও অধ্যাপক, এই অনুবাদকৃত দোয়া কুমাইল পর্যবেক্ষণ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান ভাষায় অনুবাদকৃত দোয়া কুমাইল কয়েক জন শিক্ষক এবং অধ্যাপক যারা ফার্সি এবং রাশিয়ান ভাষায় আধিপত্য, তাদের মাধ্যমে অনুবাদ হয়েছে।
উল্লেখ্য যে, রাশিয়ান ভাষায় দোয়া কুমাইল পূর্বে অনুবাদ হয়েছিল এবং তুর্কমেন ভাষায় প্রথমবারের মত অনুবাদ এবং প্রকাশিত হয়েছে।
971837#
captcha