ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এথেন্সে অনুষ্ঠিত ইরানী সংস্কৃতি ও শিল্প প্রদর্শনী, মার্চ মাসের ৭ তারিখে শুরু হয়েছে। উক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, গ্রীসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমণ্ডলী এবং চিন্তাবিদ, এথেন্সে বসবাস কৃত ইরানী অধিবাসী, পুরোহিত এবং অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এথেন্সে অবস্থিত ইরানী এমব্যাসির প্রধান “মোহাম্মদ রেজা পাকরাভান” তার নিজের বিশেষ বক্তৃতায় বলেন, ইরানের সংস্কৃতি ও শিল্প বিশ্বের মধ্যে অন্যতম এবং ইরানী সংস্কৃতি ও শিল্প ঐতিহাসিকভাবে সর্বদা বিশ্ববাসীদের খেদমত করে আসছে।
উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য, মেহেদী মোহাম্মাদর ৩২ টি আধুনিক গ্রাফিক্স, ইরানী বিভিন্ন তরুণ শিল্পীদের পরিবেশ সংক্রান্ত, যুদ্ধ বিরোধী ও যুদ্ধে নির্যাতিতদের বিভিন্ন পোষ্টার উপস্থাপন করা হয়েছে।
969392#