IQNA

ফিলিপাইনে ইসলামী আইন সংঘটিত হয়েছে

15:28 - June 14, 2012
সংবাদ: 2346637
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফিলিপাইনের সরকার ৫ই জুনে, এদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘মিনদানানো’ দ্বীপে ইসলামী আইন সংগঠনের কথা জানিয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিপাইন সরকার তথ্য কমিটি ঘোষণা করেছে, সরকারের প্রতিনিধিবৃন্দ যৌথ বিবৃতিতে এই অঞ্চলে ইসলামিক আনই বাস্তবায়নের জন্য ইসলামিক ধর্মীয় নেতাদের সাথে স্মারকলিপিতে স্বাক্ষর করেছে। এখন থেকে এই দ্বীপে সরকারী ভাবে ইসলামী আইন বাস্তবায়ন করা হবে এবং অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে স্বাধীনতা প্রদান করা হয়েছে।
এই কমিটি আরও জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে প্রধান ধর্ম হিসেবে ইসলাম ধর্ম ছিল না এবং মুসলমানদের বসবাস কৃত অঞ্চলসমূহে বিবাহ, তালাক এবং পৈত্রিক সম্পত্তি (উত্তরাধিকার) ভাগ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং বাধ্য হয়ে মুসলমানদেরকে আদালতে অ-ইসলামী আইন মেনে নিতে হত কিন্তু ‘মিনদানানো’ দ্বীপে এই স্মারকলিপিতে স্বাক্ষর করার পর থেকে মুসলমানদের এসকল সমস্যার সম্মুখীন হতে হবে না। তারা শান্তির ধর্ম ইসলামের নিয়ত অনুযায়ী তাদের জীবকে, সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবে।
1024238#
captcha