IQNA

এবার হযরত ঈসা (আ.)কে অবমাননা; বর্ণবাদী ইহুদিরাষ্ট্রপন্থী ঔপনিবেশিক

14:00 - December 14, 2012
সংবাদ: 2463359
আন্তর্জাতিক বিভাগ: ইহুদিরাষ্ট্রপন্থী ঔপনিবেশিকের একটি দল বর্নবাদী বিষয়ে স্লোগান লেখার মাধ্যমে হযরত ঈসা (আ.)কে অবমাননা করেছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বর্ণবাদী ইহুদিরাষ্ট্রপন্থী ঔপনিবেশিকেরা ইসলাম ও খৃস্টান ধর্মের পবিত্র জিনিষের বিরুদ্ধে তাদের অপকর্ম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবার জায়নবাদিরা খৃস্টানদের একটি আশ্রমের দেওয়ালে হযরত ঈসা (আ.)কে নিয়ে অবমাননাকর স্লোগান লিখেছে।

উল্লেখ্য যে, খৃস্টান ধর্মের পবিত্র জিনিষ নিয়ে জায়নবাদিদের এধরণের মানহানিকর কর্ম অনেক আগে থেকেই করে আসছে এবং এই দলটি এই অবমাননাকর শ্লোগান লেখার পর খৃস্টানদের এই আশ্রমে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছিল।
1152734
captcha