IQNA

ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম হওয়ার কারণ কি?

19:19 - July 06, 2016
সংবাদ: 2601142
বছরের নির্দিষ্ট কিছু দিনে রোজা রাখাকে ইসলামে হারাম করা হয়েছে; তম্মধ্যে ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের প্রথম দিন অন্যতম।
ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম হওয়ার কারণ কি?
ইসলামী শরীয়তের দৃষ্টিতে মাহের রমজানের শেষে ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা হারাম। কিন্তু কেন ইসলামে এমন বিধান রাখা হয়েছে, নিচে আমরা এ বিষয়ের উত্তরটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি-

পবিত্র ঈদুল ফিতরের দিন রোজা রাখা ঈদুল আযহার দিন রোজা রাখার ন্যায় হারাম বা অবৈধ। অবশ্য ইসলামের এ বিধানটিও অন্যান্য বিধানের মত; অর্থাৎ এর মূল কারণ একমাত্র আল্লাহ অবহিত। তিনিই এ বিধানের নেপথ্য কারণ জানেন। তবে যে বিষয়টি আমাদের নিকট সুস্পষ্ট তা হচ্ছে ইসলামের প্রত্যেকটি বিধানের অন্তর্নিহিত কারণ রয়েছে এবং আল্লাহ তার বিশেষ হিকমতের মাধ্যমে উক্ত কারণের কিছু অংশ আমাদের নিকট প্রকাশ করেন।

ঈদুল ফিতরের দিন রোজা হারাম হওয়ার সম্ভব্য কারণ হচ্ছে-

মানুষ যাতে কোন কিছুতে বাড়াবাড়ি না করে। কেননা রমজান মাসে এক মাস সিয়াম সাধনার পর রোজা পালনকারীদের জন্য শাওয়াল মাসের প্রথম দিন হচ্ছে আনন্দ ও উৎসবের দিন। কিন্তু এ দিনটিও যদি রোজা পালন করা হয় তাহলে তারা আনন্দ অনুভব করতে পারবে না। ইসলামে কোন বিষয়ে বাড়াবাড়ি ও কড়াকড়ির স্থান নেই। রোজা ও নামাযের ক্ষেত্রেও অনুরূপ বিধান রয়েছে। তাছাড়া রমজান মাস শেষে শাওয়াল মাসের শুরুতেও যদি রোজা রাখা হয়, তাহলে রমজান মাস ও শাওয়াল মাসের মধ্যে পার্থক্য সাধারণ মানুষের জন্য বোধগম্য হবে না।

ট্যাগ্সসমূহ: রোজা ، ঈদ ، ইসলাম ، আল্লাহ
captcha