IQNA

কারবালায় তাসুয়ার রাত্রে আজাদারী + ছবি

13:21 - October 11, 2016
সংবাদ: 2601744
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় আশুরার (১০ মুহররম) পূর্ববর্তী রাত তাসুয়ার শোকানুষ্ঠান পালনের জন্য হাজার হাজার যায়ের (জিয়ারতকারী) উপস্থিত হয়েছেন।
কারবালায় তাসুয়ার রাত্রে আজাদারী + ছবি
বার্তা সংস্থা ইকনা: পবিত্র নগরী কারবালায় মুহররম মাসের প্রথম দশ দিনের রাতসমূহে শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ শোক পালন করছে।

এই উপলক্ষে ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে থেকে আগত জিয়ারতকারীগণ কারবালায় উপস্থিত হয়েছেন এবং শোক মিছিল প্রদর্শন করেছেন।

কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারে শোকানুষ্ঠান উদযাপন হচ্ছে। তাসুয়ার রাত্রে যায়েরদের আজাদারীর কিছু ছবি ইকনার দর্শনার্থীদের জন্য পোষ্ট করা হল।

iqna


captcha