IQNA

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

4:52 - June 01, 2017
সংবাদ: 2603189
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস এমন একটি মাস, যে মাসে বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়। এই মাসে সকল মুসলমানের দৈনন্দিন রুটিন প্রায় এক রকমই হয়।
বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

বার্তা সংস্থা ইকনা: বিশ্বের সকল মুসলমানেরা এই পবিত্র মাসে সূর্যোদয় ও সূর্যাস্তে একই কাজ করে থাকে। তবে প্রত্যেকে নিজ সংস্কৃতিতে এই অনুষ্ঠান পালন করে।

মুসলমানেরা নিজ সংস্কৃতি ও সুন্নত অনুযায়ী এই মাসে উৎসব পালনে করে।

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

ভারত: হায়দ্রাবাদ শহরে রবিবার (২৮শে মে) মক্কা মসজিদে ইফতারের কিছুক্ষণ পূর্বের ছবি।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

তুরস্ক: ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদের সামনে প্রথম রোজার দিনে (২৭শে মে) ছবি তোলায় ব্যস্ত।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

মরক্কো: মিষ্টি নির্মাতা আটা, কাজুবাদাম, আখরোট ও মধু মিশ্রিত সিলুলী নামক বিশেষ মিষ্টি নির্মাণে ব্যস্ত রয়েছে। তুরস্কের অধিবাসীরা ইফতারে এই মিষ্টি খেয়ে থাকেন। ছবিটি তুরস্কের কাসাব্ল্যাংকা শহর থেকে সংগ্রহ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

পাকিস্তান: পেশোয়া শহরের মুসলমানেরা রমজানের প্রথম দিনে কুরআন পড়ায় ব্যস্ত রয়েছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

কেনিয়া: নাইরোবি শহরের নূর মসজিদে মুসল্লিরা আসরের নামাজ আদায় করছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

ফিলিপাইন: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় ইলিগান শহরের রোজাদার ব্যক্তিরা জামায়াত সহকারে নামাজ আদায় করছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

ইরান: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের কর্মকর্তা 'মাহদী সাজেদ' তেহরানের মিলাদ টাওয়ারে রমজান মাসের চাঁদ দেয়ায় ব্যস্ত রয়েছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

মালয়েশিয়া: রমজান মাসের প্রথম দিন নির্ধারণের জন্য মালয়েশিয়ার ইসলামী বিভাগের সদস্যরা রমজানের চাঁদ দেখায় ব্যস্ত রয়েছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

আলজেরিয়া: আলজেরিয়ার এক ব্যক্তি বিশেষ মিষ্টি নির্মাণে ব্যস্ত রয়েছে।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

মিশর: মিশরের রাজধানী কায়রোর একটি খোরমার দোকান।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

সিঙ্গাপুর: সিঙ্গাপুরের একটি মসজিদে তারাবি নামাজ আদায় করছে।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

আফগানিস্তান: পবিত্র রমজান মাস জুরে এই ব্যক্তি কাবুলে একটি মিষ্টির দোকানে কাজ করবে।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

আমেরিকা: নিউ ইয়র্কের ম্যানহাটন ইসলামী কেন্দ্রের সামনে মাগরিবের নামাজের কিছুক্ষণ পূর্বে এক যুবক ব্যাম করছে।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

আমেরিকা: নিউ ইয়র্কের ব্রুকলিন শহরের হালাল সুপার মার্কেটে এক আমেরিকান মুসলিম নারী কেনাকাটায় ব্যস্ত রয়েছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

থাইল্যান্ড: ব্যাংককের একটি মসজিদে রোজাদারদের জন্য ইফতার।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

প্যালেস্টাইন: মাগরিবের নামাজের সময় কাবাতুস সাখরা মসজিদের সামনে মুসলিম নারী।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

লন্ডন: এক ব্যক্তি রোজদার ব্যক্তিদের জন্য "জাল্লাব" নামের বিশেষ শরবত পরিবেশন করছেন।


বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান

সিরিয়া: সিরিয়ার এক অভাবী ব্যক্তি দামেস্কের অদূরে যুদ্ধ-বিধ্বস্ত ডুমা শহরে রসুন বিক্রি করছে।

iqna

captcha