গতরাতে পশ্চিম তীরের নেভে টিজুফ ইহুদি বসতিতে ছুরি মারার ঘটনায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। এর আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের গুলিতে চার ফিলিস্তিনি শহীদ হন।
এদিকে, গতকাল চার ফিলিস্তিনি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি চলমান উত্তেজনা নিরসনের জন্য সব রাজনৈতিক, ধর্মীয় ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। পার্সটুডে