IQNA

সৌদি আরব মার্কিন অস্ত্র ব্যবহার করতে জানে না: পেন্টাগন কর্মকর্তার স্বীকারোক্তি

23:31 - June 08, 2019
সংবাদ: 2608696
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যালভ স্বীকার করেছেন, সৌদি সেনারা মার্কিন অস্ত্র ব্যবহার করতে জানে না।

বার্তা সংস্থা ইকনা: পেন্টাগনের সাবেক এই কর্মকর্তা গতকাল রাশা টুডে নিউজ চ্যানেলের সঙ্গে আলাপকালে বলেন, সৌদি সেনাদের কাছে আমেরিকার বহু রকমের অস্ত্রের মজুদ রয়েছে। সেইসব অস্ত্র গুদামেই আছে, ব্যবহার করতে জানে না তারা।

ম্যালভ বলেন, সৌদি আরবকে এ পর্যন্ত যেসব বোমা দেওয়া হয়েছে সেগুলোকে তারা কেবল ইয়েমেনের নিরীহ মানুষ মারতেই ব্যবহার করেছে।

সৌদি আরব, কয়েকটি আরব দেশের সঙ্গে জোট বেঁধে ২০১৫ সাল থেকে ইঙ্গো-মার্কিন সহযোগিতায় ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করেছে। নিরীহ মানুষ মারা এবং আবাসিক বাড়িঘর ধ্বংস করা ছাড়া তারা আর কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি।

জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের ক্ষেত্র বলে অভিহিত করেছে।

২ কোটি ২০ লাখ মানুষের দেশ ইয়েমেনের শতকরা ৭৫ ভাগ জনগণের এখন মানবিক ত্রাণ ও সাহায্যের ভীষণ প্রয়োজন। পার্সটুডে

captcha