IQNA

গিনি প্রজাতন্ত্রে কুরআন শরিফ বিতরণ

16:34 - February 17, 2015
সংবাদ: 2861939
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : গিনি প্রজাতন্ত্রের বিভিন্ন সংস্থা ও হেফজখানা’র মাঝে কুরআন শরিফ করা হয়েছে।


বাব ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : The World Assembly of Muslim Youth -এর গিনি প্রজাতন্ত্র শাখা এদেশের ৭০টি কুরআন বিষয়ক সংস্থা ও হেফজখানার মাঝে কুরআন শরিফ বিতরণ করেছে।

আফ্রিকার মুসলমানদের আবেদন ও চাহিদার ভিত্তিতে ঐ সংস্থাটি আফ্রিকার বিভিন্ন দেশে কুরআন বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে থাকে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, আফ্রিকা মহাদেশে এখনো এমন অনেক গ্রাম রয়েছে, যেগুলোতে শুধুমাত্র একটি কুরআন শরিফ রয়েছে; যা পালাক্রমে গ্রামবাসীদের হাতে পৌঁছায়।

উল্লেখ্য, আফ্রিকার অনেক এলাকার হেফজখানাগুলোতে এখনো প্রাচীন পদ্ধতিতে কুরআন প্রশিক্ষণ দেওয়া হয়।



2860733

captcha