বার্তা সংস্থা ইকনা: ইরানের আর্ট গ্যালারীতে ২৭শে ফেব্রুয়ারি ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে কুরআনিক এবং ইসলামিক ক্যালিগ্রাফি শিল্প প্রদর্শনী হয়েছে।
এ ক্যালিগ্রাফি প্রদর্শনীতে ইরানে নয় জন্য বিশিষ্ট শিল্পী - হাদী রৌশন জামীর, খলিল কুয়িগী, আল্লাহিয়ার খোশবাখতি, জাওয়াদ সাদেকী, হোসেন নৌরুজী, আহমাদ মাজাদী, বেহরুজ কিয়ানী, রুহুল্লাহ হোসেন জাদে এবং কাযেম খোরাসানী’র কর্ম প্রদর্শিত হয়েছে।
উক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৭শে ফেব্রুয়ারি স্থানীয় সময় ১৬টায় ইরানের রাজধানী তেহরানের আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে এবং একাধারে ৫ম মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
2904341