IINA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : উক্ত কর্মসূচী বাস্তবায়নে লিবিউর্ন মসজিদের দরজা অন্য ধর্মের অনুসারীদের জন্য খুলে দেয়া হয়।
এ মসজিদের পেশ ইমাম সাঈদ মাদহা বলেন : সারাদিন ব্যাপী মসজিদের দরজা খুলে রাখা হয় এবং উত্সুক ব্যক্তিরা পরিদর্শন এবং তাদের মনে থাকা ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে মসজিদে প্রবেশ করেন।
তিনি বলেন : বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে ঘনিষ্টতা যত বৃদ্ধি পাবে সমঝোতা ও পরস্পরের প্রতি সম্মান তত পরিমাণে বৃদ্ধি পাবে।
মসজিদ কমিটি এ পদক্ষেপে ব্যাপক সাড়া পেয়েছে বলে জানা গেছে এবং তাদের ধারণার উর্ধ্বে বহু পরিদর্শনকারীরা মসজিদ পরিদর্শন করেছেন।
তাদের ভাষ্যমতে, এ আমন্ত্রণ গ্রহণের মাধ্যমে ফরাসীরা উগ্রতাবাদী গ্রুপগুলোকে ধ্বংস এবং মুসলমান ও সন্ত্রাসীদেরকে পরস্পরের সাথে না মেশানোর বিষয়ে সংলাপ ও মতবিনিময়ের গুরুত্বের বিষয়টি প্রমাণ করেছে।