IQNA

কেনিয়ায় ছাত্রদের ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানালো আল আজহার

11:29 - April 06, 2015
সংবাদ: 3096823
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘আল শাবাব’ সম্প্রতি কেনিয়ার গ্রেরিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৫০ জন শিক্ষার্থীকে হত্যা করেছে। আর এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আহল সুন্নতের ইসলামী কেন্দ্র আল আজহার।

বার্তা সংস্থা ইকনা: গত বৃহস্পতিবার ২য় এপ্রিলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘আল শাবাব’ চার সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। এ হামলায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হয় এবং পুলিশ এক হামলাকারী হত্যা করে অপর ৬০০ জন শিক্ষার্থীর জীবন রক্ষা করেছে।
কায়রোয় অবস্থিত আল আজহারের কর্মকর্তাগণ সন্ত্রাসীদের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এধরণের কর্মের হযরত মুহাম্মাদ (সা)এর ব্যক্তিত্ব ও ইসলাম শিক্ষার পরিপন্থী হিসেবে অভিহিত করেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘আল শাবাব’ এ হামলার দায়ভার স্বীকার করে জানিয়েছে, সোমালিয়ায় সামরিক হামলার প্রতিবারে তারা এ কাজ করেছে। বর্তামানে সোমালিয়ায় তিন হাজারেরও অধিক কেনিয়ান সৈন্য উপস্থিত রয়েছে।
3090535

captcha