IQNA

খুলনায় হযরত ফাতেমা (সা. আ.) এর পবিত্র জন্মদিবস পালিত

7:13 - April 11, 2015
সংবাদ: 3120145
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ২০ জমাদিউস সানি বিশ্বজননী নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মদিবস, বিশ্ব মুসলিম নারী দিবস এবং ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ও স্থপতি হযরত ইমাম খোমেনী (র.) এর জন্মদিবস উপলক্ষে আহলে বাইত (আ.) ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা গতকাল (৯ই এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়।


বার্তা সংস্থা ইকনা : দু’পর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় বিকেল ৫টায়। এ পর্বে হামদ ও নাতে রাসুল (সা.) ও ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে কবিতা ও কাসীদা পরিবেশন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ, আল মেহদী যুব সংঘের সদস্যবৃন্দ এবং বহিরাগত মেহমান ও মুমিনীনদের মধ্য হতে কাসীদা পরিবেশন করেন সৈয়দ গামখার হোসেন, গোলাম মেহদী বাবু, মাওলানা সৈয়দ সাবের রেজা, মাওলানা শহীদুল হক, আতিয়ার রহমান, জহীর হোসেন পাপ্পু, নাসির হোসেন অনিক, সৈয়দ হায়দার মেহদী প্রমূখ। মাগরীবের নামাজের বিরতির পর পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া-এ-ইমামে জামান (আ.) এর মাধ্যমে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান শুরু হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক ড. মোঃ জাকির হোসেন, ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসেন, হাওযা-এ-ইলমিয়া খালিশপুরের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী প্রমূখ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী।



সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী মহানবী (সা.) এর পবিত্র হাদীস থেকে উদ্ধৃত করে বলেন, রাসুল পাক (সা.) এর বিভিন্ন সহীহ হাদীস থেকে প্রমাণিত যে, নবী নন্দিনী হযরত ফাতেমা (সা. আ.) ইহকাল ও পরকালের নারীদের নেত্রী। তিনি বলেন, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও অনুপম আদর্শ আমাদের সকলের জন্য -বিশেষ করে বিশ্বের নারীদের জন্য- এক নমুনাস্বরূপ। তাই ইরানের ইসলামী বিপ্লবের মহান স্থপতি হযরত ইমাম খোমেনী (র.) মহিয়সী এ নারীর পবিত্র জন্ম দিবসকে বিশ্ব মুসলিম নারী দিবস হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ বিশ্বের মুসলমান নারীরা ফাতেমা যাহরা (সা. আ.) এর আদর্শ থেকে অনেক দূরে। তারা যদি সত্যিকার অর্থে এ মহিয়সী নারীর অনুপম আদর্শ এবং তাঁর মহান চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ ও অনুকরণ করতো এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে আজকের পাশ্চাত্য অপসংস্কৃতি হতে মুক্ত হতে পারতো। তিনি ফাতেমা যাহরা (সা. আ.) এর আদর্শ জীবনচরিত থেকে শিক্ষা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল।

বার্তা প্রেরক

(মোঃ ইকবাল)

সাধারণ সম্পাদক

আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা।

captcha