বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ট্রানজিট পরিবহন সংগঠনের মধ্যে নিউ ইয়র্ক পরিবহন পরিষদ অন্যতম। এ পরিবহন সংগঠন গত বুধবারে নিউ ইয়র্কের সকল মেট্রো ও বাসে ইসলাম বিরোধী প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ম্যানহাটনের ফেডারেল বিচারক বাক স্বাধীনতা বিরোধী বলে অভিহিত করেছে!
পরিবহন পরিষদের পক্ষ থেকে ইসলাম বিরোধী প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ম্যানহাটনের ফেডারেল বিচারক এ পরিষদের উদ্দেশ্যে বলেছে: ইসলাম বিরোধী প্রচারণায় বাধা দেওয়ার কোন অধিকার এ পরিষদের নেই।
‘পামেলা গ্যালারি’র নেতৃত্বে ইসলাম বিদ্বেষী ইহুদী ‘আমেরিকার স্বাধীনতা রক্ষা’ নামক এক গ্রুপ মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিরোধী এ প্রচারণা চালাচ্ছে।
পরিবহন পরিষদের মানা থাকা সত্ত্বেও লস এঞ্জেলস, শিকাগো, ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়া সহ অন্যান্য শহরে বিভিন্ন বাস ও মেট্রোয় ইসলাম বিরোধী প্রচারণ চালানো হচ্ছে।
3237929