IQNA

ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানালো ইরান

17:02 - August 01, 2015
সংবাদ: 3337614
আন্তর্জাতিক বিভাগ: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি বসত গৃহে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে যায়নবাদীরা। আর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম।

বার্তা সংস্থা ইকনা: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৮ মাসের শিশুকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল নতুন করে তার দখলদারিত্ব ও সন্ত্রাসবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ওই হত্যার নিন্দা জানান। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সহিংসতাকে সমাজে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে এবং আগ্রাসী নীতি অনুসরণ করে যাচ্ছে। ইসরাইলের এ ধরনের জঘন্য ও বর্বরতম অপরাধের অবসান ঘটানোর জন্য সহযোগিতা করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের আরও কয়েকটি সংগঠন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গতকাল সকালে নাবলুস শহরের দক্ষিণে একটি গ্রামে ১৮ মাসের এ শিশুকে পুড়িয়ে হত্যা করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। দুটি বাড়িতে ইহুদিবাদীরা পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ি দুটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশা পুড়ে মারা যায়।
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনে শিশুটির মা-বাবা ও চার বছরের ভাইও পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
3337220

captcha