বার্তা সংস্থা ইকনা: বিগত কয়েক দিন ধরে চরমপন্থি ইসরাইলিরা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনির নিরীহ জনতার উপর পাশবিক হামলা চালাচ্ছে এবং এ জন্য সকল মুসলমানেরা দখলদার ইসরাইলিদের ওপর ক্ষিপ্ত ও বিরক্ত বোধ করছে। ঠিক তখনই আরবি ভাষায় প্রচারিত ‘ইসরাইলি ভয়েস’ (صوت اسرائیل) নামক রেডিও ঘোষণা করেছে, আগামী বৃহস্পতিবারে (৮ম অক্টোবর) পবিত্র কুরআন, নবীর হাদিসের, দ্বীন এবং ইসলামিক ইতিহাস ও আরবি সংস্কৃতি’র আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ইসরাইলি ভয়েস’ রেডিও আরও ঘোষণা করেছে, এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের পর্ব ফিলিস্তিনির প্রাচীন শহর ‘য়াকা’র ‘আল জাযার’ মসজিদে অনুষ্ঠিত হবে। চরমপন্থি ইসরাইলিরা ফিলিস্তিনি জমি দখল করার পর এ শহরটি ইসরাইলির অধীনে রয়েছে।
‘ইসরাইলি ভয়েস’ রেডিও নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, পবিত্র কুরআন, নবীর হাদিসের, দ্বীন এবং ইসলামিক ইতিহাস ও আরবি সংস্কৃতি’র আলোকে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিল প্রধান, ধর্মীয় ব্যক্তিত্বমণ্ডলী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি মহোদয় উপস্থিত থাকবে।
বলাবাহুল্য, ইসরাইলি শিক্ষা মন্ত্রণালয় এবং ধর্ম ও সম্প্রদায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
3382156