IQNA

মুগিরিনি

পবিত্র কোরআনের দৃষ্টিতে সকল মানুষই সমান

20:09 - November 05, 2015
সংবাদ: 3443852
আন্তর্জাতিক বিভাগ: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী, সকল মানুষ সমান।

;বার্তা সংস্থা ইকনা: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মুগিরিনি ৩য় অক্টোবর কায়রো বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বলেন, আমাদের পূর্বের ও বর্তমান ইতিহাস অনুযায়ী আমাদের সবাইকে এক সাথে কাজ করার যথেষ্ট দলিল এবং প্রমাণ রয়েছে।
তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এক আলোচনায় বলেন: পবিত্র কোরআনে সকল মানুষকে সমান বলে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমাদের যা কিছু আছে ভবিষ্যতে তা সবার সাথে ভাগ করে আমাদেরকে ভোগ করতে হবে। 
তিনি বলেন: ইউরোপ ও আরব বিশ্বের স্বার্থ একই সাথে জড়িত। আমরা চাই বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে দূর করে শন্তি প্রতিষ্ঠা করতে। আমাদের ও আপনাদের উদ্দেশ্য একই আর তা হচ্ছে মর্যাদা ও নিরাপত্তা। যার ভিত্তিতে এবং আমোদেরকে একত্রে কাজ করতে হবে।
3443476

captcha