IQNA

আফগানিস্তানের ইসলামি পুরাকীর্তি মেরামত করবে মিসর

17:31 - December 20, 2015
সংবাদ: 3467488
সাংস্কৃতিক বিভাগ : আফগানিস্তানের ঐতিহাসিক ইসলামি পুরাকীর্তিসমূহ মেরামত করবে মিসরীয় বিশেষজ্ঞরা।


বার্তা সংস্থা ইকনা : আফগানিস্তানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ‘আব্দুল বারী জাহানী’, মিসরীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করে পারস্পারিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের প্রতি গুরুত্বারোপ করেছেন।

আফগানিস্তানের ঐতিহাসিক ইসলামি পুরাকীর্তি মেরামত প্রসঙ্গে তিনি বলেন : আফগানিস্তানের ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে ইসলামী পুরাকীর্তিগুলো পবিত্র কুরআনের আয়াত দিয়ে সৌন্দর্য মণ্ডিত করা। এ সকল আয়াত সংস্কারের সময় অবশ্যই কুফি লেখন পদ্ধতি ব্যবহার করতে হবে।

এ সাক্ষাত ও মতবিনিময় সভায়, মিসরীয় বিশেষজ্ঞদের কর্তৃক এ আফগান বিশেষজ্ঞদেরকে প্রশিক্ষণ প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছ।#3467131

captcha