IQNA

বিশ্বব্যাপী আদর্শ অর্জনের স্বপ্নে, সহিংসাত মুক্ত ২৪ ঘণ্টা

19:04 - September 22, 2021
সংবাদ: 3470710
তেহরান (ইকনা): আজ মঙ্গলবার বিশ্ব শান্তি দিবস। যুদ্ধ, হিংসা, হানাহানি বন্ধ করে শান্তির পৃথিবী গড়তে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ বা ‘একটি স্থিতিশীল ও সমতার বিশ্বের জন্য আরও ভালো অবস্থার পুনরুদ্ধার’।
এ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিশ্ব শান্তি দিবসের ২৪ ঘণ্টা বিশ্বের সব প্রান্তে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
 
একটি যুদ্ধমুক্ত, শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্ব শান্তি দিবস পালনের সিদ্ধান্ত হয়। পরে ২০০১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত অপর এক প্রস্তাবের আলোকে ২০০২ সাল থেকে প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
 
এক বাণীতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে। কোভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলট-পালট করে দিয়েছে। এ অবস্থার মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু পরিস্থিতি দিনে দিনে আরো গুরুতর হচ্ছে। অসমতা ও দারিদ্র্য আরো বাড়ছে।
 
আন্তর্জাতিক শান্তি দিবসের ইতিহাস
 
জাতিসংঘ ১৯৮১ সালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন শুরু করে। যার পরে এটি প্রথমবারের মতো ১৯৮২ সালের সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার উদযাপিত হয়েছিল। যার পরে, ১৯৮২ থেকে ২০০১পর্যন্ত, সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছিল। একই সময়ে, জাতিসংঘ ২০০২ সাল থেকে ২১ সেপ্টেম্বর এটি উদযাপন করার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে প্রতি বছর ২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়ে আসছে।
 
আসুন আমরা আপনাকে বলি যে প্রতি বছর জাতিসংঘ শান্তি দিবস পালনের জন্য জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তি বেল বাজানো হয়। এই ঘণ্টাটি আফ্রিকা ছাড়া সব মহাদেশের শিশুদের দান করা মুদ্রা থেকে তৈরি করা হয়। যা ছিল জাতিসংঘের জাপান থেকে যুদ্ধে নিহতদের স্মরণ করিয়ে দেওয়া একটি উপহার। যার পাশে ‘সমগ্র বিশ্বে শান্তি দীর্ঘজীবী হোক’ লেখা আছে। iqna
captcha