আল-হুররিয়্যা ওয়াল আদালাহ সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি আরব দেশগুলোর সমালোচনা করেন যারা জায়নিস্ট ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এ বক্তব্যকে কেন্দ্র করে কিছু উগ্র গোষ্ঠী তার বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে।
অন্যদিকে বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও রাজনৈতিক মহল মুফতি খলিলির পক্ষে সমর্থন জানিয়ে বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল ফিতনা সৃষ্টির ষড়যন্ত্র।
সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথিত “বৃহত্তর ইসরাইল” (Greater Israel) প্রকল্প নিয়ে মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে মুফতি খলিলি জোরালো সতর্কবার্তা দেন।
তিনি বলেন, নেতানিয়াহুর এই স্বপ্ন নতুন কিছু নয়, বরং দীর্ঘদিনের উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী পরিকল্পনার অংশ, যা পুরো ইসলামি উম্মাহর জন্য ভয়াবহ হুঁশিয়ারি।
মূল বক্তব্য
মুফতি আহমদ আল-খলিলি বলেন: যারা দখলদার ইসরাইলকে সমর্থন করেছে, অর্থ ও অস্ত্র দিয়েছে এবং প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার চেষ্টা করেছে, তাদের উচিত বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া। শত্রুর অনুগতরা বুঝে নিক—তাদের জন্য মুক্তির কোনো পথ নেই, কেবল আল্লাহর দিকে ফিরে আসা, ঈমানি ঐক্য, একতার বাণী এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো ছাড়া।
উল্লেখ্য যে, নেতানিয়াহুর “গ্রেটার ইসরাইল” মন্তব্য ইতোমধ্যে সমগ্র মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 4300990#