IQNA

বেলজিয়ামে কোরআন প্রশিক্ষণ শীর্ষক ক্লাসের আয়োজন করা হবে

23:59 - July 08, 2010
সংবাদ: 1953511
কোরআন বিষয়ক কার্যক্রম: গ্রীস্মকালীন কোর্সের আওতায় বেলজিয়ামে কোরআনের হেফজ ও কিরাতের বিশেষ প্রশিক্ষণ কোর্স চলতি মাসের ১০ই জুলাই এ দেশের ফার্সিনস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Islamic-events এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি ফার্সিনস শহরের যুব পরিষদের উদ্যোগে প্রতি সপ্তাহে শনিবার আসরের নামাযান্তে আস সাকিনাহ মসজিদে অনুষ্ঠিত হবে এবং শিক্ষকতার দায়িত্ব পালন করবেন ‘হুযাইফা আওলাদ হাজ আমর’।
আস সাকিনা মসজিদের পক্ষ থেকে ইসলামী ওয়েব সাইটসমূহে এক বিবৃতি দানের মাধ্যমে অংশগ্রহনেচ্ছু সকল নারী ও পুরুষকে এ ক্লাশে অংশগ্রহণ করে ইসলাম সম্পর্কে তাদের চিন্তার মানোন্নয়নের প্রতি আহ্বান জানানো হয়েছে। #611378
captcha