IQNA

ইয়েমেনে এক আসরে ৫০ হাফেজের মাধ্যমে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত

9:40 - November 19, 2025
সংবাদ: 3478460
ইকনা-  ইয়েমেনের মারিব প্রদেশে প্রথমবারের মতো এক বিশেষ উদ্যোগে মাত্র এক আসরেই সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করে সমাপ্ত করার অনন্য আয়োজন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় কুরআন শিক্ষা প্রতিষ্ঠান “সিদ্দীক কুরআন ট্রেনিং সেন্টার”-এর উদ্যোগে গতকাল (২৬ আ‌بান) আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন হাফেজ পরপর তিলাওয়াতের মাধ্যমে পুরো কোরআন খতম করেন।

ইয়েমেন শাবাবের তথ্যমতে, মিশকাতুন নূর শিরোনামে অনুষ্ঠিত আয়োজন আধ্যাত্মিক ঈমানী আবহে ভরপুর ছিল। হাফেজদের ধারাবাহিক তিলাওয়াত পুরো অনুষ্ঠানে ভিন্ন ধরনের সৌন্দর্য মর্যাদা যোগ করে।

আয়োজকরা বলেন, এই খতমুল কোরআন কেন্দ্রটির ধারাবাহিক কর্মসূচির অংশ যা কুরআন শিক্ষা সমর্থন শিক্ষার্থীদের তিলাওয়াত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হয়।

তারা আরও জানান, মিশকাতুন নূর প্রকল্পটি পরিকল্পিতভাবে কুরআন খতমের সংস্কৃতি প্রচার এবং সাধারণ মানুষের জন্য ফলপ্রসূ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের অন্যতম সফল আয়োজন।

প্রসঙ্গত, ইয়েমেনসহ বহু মুসলিম দেশে হাফেজদের মুখস্থ কোরআন তিলাওয়াতের মাধ্যমে এক দিনে খতম করা একটি স্বীকৃত প্রচলিত আমল। সাধারণত হাফেজরা শিক্ষকদের উপস্থিতিতে একত্র হয়ে ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন করেন।

ইতিহাসসমৃদ্ধ মারিব প্রদেশ ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে ১৪টি প্রশাসনিক বিভাগ রয়েছে। প্রদেশের জনসংখ্যা লাখ ৫০ হাজারের বেশি এবং আয়তন ১৭,৪০৫ বর্গকিলোমিটার। 4317639#

 

captcha