IQNA

মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত

14:12 - November 18, 2025
সংবাদ: 3478456
ইকনা- সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় আজ ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয় ওমরাহযাত্রী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার, ১৭ই নভেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় আজ ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয় ওমরাহযাত্রী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার, ১৭ই নভেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
বাস ও জ্বালানি ট্যাংকারের সংঘর্ষ
সূত্র জানায়, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ভারতীয় ওমরাহযাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাস গ্যাসোলিন ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পরপরই বাস ও ট্যাংকার দু’টিই দাউ দাউ করে জ্বলে ওঠে।
বাসটিতে ৪০ জনেরও বেশি ভারতীয় তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থল মফরহাত এলাকায় ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
অধিকাংশ যাত্রী ভারতের তেলেঙ্গানা রাজ্যের
মিডিয়া প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ এলাকার বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত দলটি মোট ৪৬ জন নিয়ে গঠিত ছিল—যাদের মধ্যে ছিলেন ১৮ পুরুষ, ১৮ নারী, পাঁচ মেয়ে শিশু এবং পাঁচ ছেলে শিশু।
তারা ১৮ আبان হায়দরাবাদ থেকে ৫৪ জনের একটি বড় দলে জেদ্দায় পৌঁছান। ব্যক্তিগত ট্রাভেল এজেন্সি Fly Zone এবং Makkah Hajj তাদের ওমরাহ যাত্রার ব্যবস্থা করেছিল।
কিছু সদস্য বেঁচে যান
দলের চারজন আলাদা গাড়িতে ভ্রমণ করায় দুর্ঘটনার শিকার হননি। আরও চারজন মক্কায় অবস্থান করায় প্রাণে রক্ষা পান। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ট্যাংকারের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডই অধিক প্রাণহানির প্রধান কারণ।
ভারতের শোক ও কূটনৈতিক তৎপরতা
দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, রিয়াদস্থ ভারতীয় দূতাবাস এবং জেদ্দা কনসুলেট আহতদের সহায়তা ও লাশ শনাক্তকরণে তৎপর রয়েছে।
দুর্ঘটনার পর জেদ্দায় ভারতীয় কনসুলেট একটি জরুরি অপারেশন সেল গঠন করেছে, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সমন্বয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়। 4317489#
 
 
captcha