IQNA

আইভোরি কষ্টে, জাতীয় পরিচালনায় ইসলামী জ্ঞান শিক্ষা কেন্দ্র উদ্বোধন

1:55 - June 08, 2012
সংবাদ: 2341836
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আরবি ভাষা ও ইসলামী জ্ঞান শিক্ষার জাতীয় পরিচালনা কার্যালয়, গণপ্রজাতন্ত্রী আইভোরি কষ্টের, পরিচর্যা ও শিক্ষা মন্ত্রণালয়ে, গত মে মাসের ১০ তারিখে উদ্বোধন করা হয়েছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আইভোরি কষ্টের ইসলামী জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান সমিতি ঘোষণা করেন: ইসলামী জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাথে সমন্বয়ের বিষয়টি, জাতীয় পরিচর্যা ও শিক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হবে।
অতএব, উক্ত অনুষ্ঠানটি সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে, দেশের রাজধানী শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিতদের মধ্যে-দীনি আলেম, শিক্ষা মন্ত্রণালয় সদস্য, ইসলামী শিক্ষা সমিতির পরিচালনা মহোদয়, সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ অফিসার ও আরও অন্যান্য অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এ দেশের সাধারণ মুসলমানেরা, জাতীয় পরিচর্যা ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আবেদন করেছেন যে, তারা যাতে যথেষ্ট গুরুত্ব সহকারে এই বিষয়টির উপর কাজ করে। কারণ ইতি পূর্বে খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায় এই সংস্থার নিকট হতে যথেষ্ট সহযোগিতা লাভ করেছে।
বলা বাহুল্য যে, আলসুন ওয়ালেট্রা, এ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, জাতীয় পরিচর্যা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এক ঐক্য মতের স্বাক্ষর করেন যে, কিছু সংখ্যক ইসলামী জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দেখাশুনার দায়িত্ব জাতীয় পরিচর্যা ও শিক্ষা মন্ত্রণালয় পালন করবে। এ ছাড়া এ বিষয়টি কয়েক দশক পূর্ব হতেই অনুরোধ করা হয়েছিল।
1007737#
captcha