IQNA

নেদারল্যান্ডস দুই ইসরায়েলি মন্ত্রীর শেনগেন অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করল

14:48 - September 13, 2025
সংবাদ: 3478061
ইকনা নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রীকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করা হয়েছে এবং তারা আর ২৯টি শেনগেনভুক্ত দেশে প্রবেশ করতে পারবেন না।

কনার প্রতিবেদন অনুযায়ী, আনাদোলুর বরাতে মুখপাত্র জানান, ইসরায়েলের অর্থমন্ত্রী বেতসলিয়েল স্মুতরিচ এবং অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গবিরকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং এখন থেকে তারা ২৯টি শেনগেনভুক্ত দেশে প্রবেশে নিষিদ্ধ।

নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান: আমাদের মন্ত্রী গতকাল পার্লামেন্টে এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এর অর্থ হলো, আজ থেকে এই দুই ইসরায়েলি মন্ত্রী শেনগেন তথ্য ব্যবস্থায় অবাঞ্ছিত বিদেশিহিসেবে নিবন্ধিত হবেন। এর ফলে শেনগেনভুক্ত দেশগুলোর সীমান্ত কর্তৃপক্ষ এই তথ্য দেখে তাদের প্রবেশ ঠেকাতে পারবে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ফান ویل পার্লামেন্টে পাঠানো ওই চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার সমালোচনার পাশাপাশি গণহত্যা গবেষকদের আন্তর্জাতিক সমিতি (IASG)–এর সিদ্ধান্ত সম্পর্কেও সরকারের অবস্থান তুলে ধরেন।

তিনি জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যাপ্ত সমর্থনের অভাবে ইসরায়েলইইউ বাণিজ্য সহযোগিতা চুক্তির কিছু অধ্যায় স্থগিত, কিংবা সহিংস ইসরায়েলিদের বিরুদ্ধে আংশিক নিষেধাজ্ঞা কার্যকরে কোনো অগ্রগতি হয়নি, যারা ফিলিস্তিনি ভূমি দখল করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: গণহত্যা শব্দটি ব্যবহার করা অত্যন্ত গুরুতর একটি বিষয় এবং সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক। বর্তমানে গাজায় গণহত্যার অভিযোগ দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) বিচারাধীন রয়েছে এবং সরকার আদালতের রায়ের অপেক্ষায় থাকবে।

উল্লেখ্য, নেদারল্যান্ডসের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফাল্ডকাম্প গত ২৯ জুলাই এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেতসলিয়েল স্মুতরিচ ও অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে তালিকাভুক্ত করেছিলেন।

ফাল্ডকাম্প বলেছিলেন, গাজার পরিস্থিতি অসহনীয় ও অযৌক্তিক এবং তিনি ইসরায়েলি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করবেন। 4304745#

 

captcha