IQNA

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরিধানের বিরোধিতার কারণে এক অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে

1:24 - June 09, 2012
সংবাদ: 2342203
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: হিজাব পরিধানরত অবস্থায় ছাত্রীদের ক্লাসে প্রবেশের বাধা প্রয়োগের কারণে তুর্কির আজমির শহরে অবস্থিত ‘এঝিন’ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সদস্য ও অধ্যাপক ‘আসাত রানান পাকুনুলু’কে বহিষ্কার করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হিজাবরত ছাত্রীদের ছবি তোলা এবং তাদেরকে ক্লাসে প্রবেশের নিষেধাজ্ঞার কারণে এই অধ্যাপকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়েছে।
‘আসাত রানান পাকুনুলু’ প্রতিদিন সকালে ‘হাওয়া’ স্কুলের সামনে দাড়িয়ে হিজাবরত ছাত্রীদের ছবি তোলে এবং ‘এঝিন’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছবি তোলে ও শ্রেণীকক্ষে প্রবেশের নিষেধাজ্ঞার জারি করে।
উল্লেখ করা প্রয়োজন যে, এই বিষয়টি সাংবাদিক এবং বিভিন্ন ওয়েবসাইটের দৃষ্টিতে পরে। ইসলামী মূল নীতির বিরোধিতার করণে তাকে আদালতের সম্মুখীন হতে হয় এবং আদালতের রায় অনুযায়ী তাকে কর্মচ্যুতি করা হয়।
উল্লেখ্য যে, ২য় জুন থেকে ‘আসাত রানান পাকুনুলু’কে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
1023618#
captcha