IQNA

থাইল্যান্ডে, ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান

16:12 - June 10, 2012
সংবাদ: 2343658
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় জুনে, থাইল্যান্ডের বিভিন্ন শিয়া মসজিদ এবং হোসাইনীয়া’তে বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আমির আল-মুমিনিন আলী (আ.)-এর স্মৃতি রক্ষার্থে থাইল্যান্ডের মুসলমানেরা বিভিন্ন শিয়া মসজিদ এবং হোসাইনিয়া’তে বহু সমারোহ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন।
উক্ত উৎসব অনুষ্ঠান ঈশার নামাজের পর, থাইল্যান্ডি শিয়াদের উপস্থিতিতে ইমাম আলী (আ.) এবং সাহেবুজ্জামান (আ.) মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
1022019#
captcha