ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ইরানী কনস্যুলেট সাংস্কৃতিক সংস্থার প্রচেষ্টায়, ইরানী ইসলামিক ছাত্র এসোসিয়েশনের সহযোগিতায় তাতারস্থানে বসবাস কৃত ইরানী অধিবাসী, কনস্যুলেট সংস্থার সদস্য মণ্ডলী এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে কনস্যুলেট সেমিনার কক্ষে এই উৎসব অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসব অনুষ্ঠানের প্রারম্ভে, মস্কোর বিশিষ্ট মোবাল্লিগ ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আমামী’ তার নিজের বক্তৃতায় ইমাম আলী (আ.)-এর বিভিন্ন গুণাবলী উল্লেখ করেন এবং পরবর্তীতে এই মহান ব্যক্তির শানে বিভিন্ন ইসলামী সঙ্গীত পাঠ করা হয়।
উক্ত উৎসব অনুষ্ঠানের শেষপ্রান্তে, আমির আল-মুমিনিন আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে মোওলিদ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।
1025908#