IQNA

ফিলিস্তিনের প্রতিরোধের পাশে দাঁড়ানোর প্রতি গুরত্বারোপ করলেন জর্ডানের মুসলিম ব্রাদারহুডের প্রধান

14:46 - June 14, 2012
সংবাদ: 2346622
আন্তর্জাতিক বিভাগ : জর্ডানের মুসলিম ব্রাদারহুডের প্রধান –যিনি ফিলিস্তিনী জনগণের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গত ১০ই জুলাই গাজায় প্রবেশ করেছেন- ঘোষণা করেছেন যে, জায়নবাদী ইসরাইলের মোকাবেলায় ফিলিস্তিনের জনগণ নিঃসঙ্গ নয়।
Guysen ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জর্ডানের মুসলিম ব্রাদারহুডের মুভমেন্টের প্রধান গত ১০ই জুলাই ১০০ জন মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলসহ রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছেন।
জর্ডানের মুসলিম ব্রাদার হুড মুভমেন্টের প্রধান ও তার সাথে থাকা প্রতিনিধি দলটি, ফিলিস্তিনের বিভিন্ন হাসপাতাল ও চিকিত্সা কেন্দ্রে প্রদানের লক্ষ্যে ১০ টন ঔষধ সহ এ সফরে গেছেন।#1027334
captcha