IQNA

থাইল্যান্ডে, হজ্ব পরিসেবার উন্নয়ন আলোকে শীর্ষ সম্মেলন

3:05 - June 20, 2012
সংবাদ: 2350243
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: থাইল্যান্ড ইসলামিক সেন্টারে ১৬ই জুনে, হজ্ব পরিসেবার উন্নয়নের পদ্ধতি আলোকে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত শীর্ষ সম্মেলন, আল্লাহর ঘরে রওনা হওয়া হজ্ব তীর্থযাত্রীদের পরিসেবার ব্যবস্থা গ্রহণের জন্য থাইল্যান্ডে হজ্বের সাথে জড়িত ৩০টিরও বেশী কোম্পানি এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিল।
প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক কোম্পানির উৎসাহ, গুণগত মান পরিচালনা, হজ্বের পরিসেবা, সরকারী ও বেসরকারি ক্ষেত্রে তথ্য বিনিময় এবং জনসাধারণের মধ্যে তার প্রচার সহ অন্যান্য বিষয়বস্তু উক্ত শীর্ষ সম্মেলনে পর্যালোচনা করা হয়েছে।
1030727#
captcha