ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এই সম্মেলন, পাকিস্তান শিয়া ওলামা কাউন্সিলের পক্ষ থেকে এদেশের বিশিষ্ট ওলামা এবং ইসলামিক চিন্তাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
ওলিয়ে ফাকিহ’র প্রতিনিধি এবং পাকিস্তানের শিয়াদের নেতা ‘স্যায়েদ সাজেদ আলী নাকাভী’ তাঁর নিজের বক্তৃতায় ইমাম হোসাইন (আ.) এর নৈতিক গুণাবলী ও কারবালার অন্তিম বিজয়ের উদ্দেশ্যের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এছাড়াও উক্ত সম্মেলনে ধর্মীয় পণ্ডিত মহোদয় তাদের নিজেদের বক্তৃতায় আল্লাহর পথে শহীদ হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং দর্শনের দৃষ্টিতে শহীদের মর্যাদার ব্যাপারে বক্তৃতা পেশ করেন।
1031660#