ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ান সরকারের নিকট ‘ইয়ামামা আনসারি’ আহবান জানিয়েছেন, এদেশের ‘মাধুরা’ দ্বীপের Sampang শহরের শিয়া অধিবাসীদের উপর অত্যাচার, হত্যাকাণ্ডের বিচার এবং এর সুষ্ঠু সমাধানে আহবান জানিয়েছেন।
তিনি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, পৃথিবীর সকল মুসলমান আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাসী, পবিত্র কোরআন এবং রাসুলের উপর বিশ্বাসী আর এতেই প্রমাণ হয় যে মুসলমানেরা একই জাতি ও একে অপরের ভাই ভাই।
তিনি আরও জানান, দুর্ভাগ্যবশত, সমাজের কিছু নিচু শ্রেণীর লোক, কিছু মুসলমানদের কাফের বলে অভিযুক্ত করেছে এবং তাদের নিজস্ব আইন প্রয়োগ করে এসকল নিরপরাধ মুসলমানদের হত্যা করছে।
তিনি শেষপ্রান্তে বলেন, শিয়া ও সুন্নি মাজহাবের এসকল দ্বন্দ্বের কারণে শত্রুরা সন্তুষ্টি হয় সুতরাং জনগণ এবং সরকারী লোকজন এই ধরণের জঘন্য অপরাধমূলক কাজের প্রশ্রয় দেওয়া উচিত নয়।
1089690#