IQNA

মার্কিন দূতাবাসের সম্মুখে কিরগিজস্তানের মুসলমানদের বিক্ষোভ

1:01 - September 25, 2012
সংবাদ: 2419019
রাজনৈতিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত মার্কিন দূতাবাসের সম্মুখে এদেশের মুসলমানেরা ২৫ শে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল সমবেত করবে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল কিরগিজস্তানের সংসদ সদস্য ‘তুরছুনিয়া বাকের উলু’র নেতৃত্বে বিশকেক শহরের মুসলিম অধিবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিলে জাতীয় পরিষদ, পররাষ্ট্র মন্ত্রী, সরকারী সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহ এই অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছে। বিশকেক শহরের কোর্ট জানিয়েছে, এটা আমেরিকার বাড়াবাড়ি এবং দেশে এই চলচ্চিত্র প্রচারের নিষেধাজ্ঞা জারি করেছে।
1105682#
captcha