ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটিশ মুসলিম অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ ৮ই সেপ্টেম্বর ঘোষণা করেছে, বিভিন্ন সমস্যার কারণে এই মসজিদ নির্মাণ কাজে বিঘ্ন ঘটে, তবে অনতিবিলম্বে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হবে।
ব্রিটিশ মুসলিম অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, এই মসজিদের মিনারের উচ্চতা হবে ১২ মিটার এবং একসাথে ৩০০ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা হবে।
উল্লেখ্য যে, সর্বপ্রথম ১৯৯৯ সালে এই বৃহত্তম মসজিদের প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ২০১২ সালে এই প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে।
1093856