IQNA

করাচীতে ‘নবীর উম্মত’ নামক সম্মেলন অনুষ্ঠিত

17:49 - November 13, 2012
সংবাদ: 2447888
চিন্তা বিভাগ: পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচীতে ১১ই সেপ্টেম্বরে ‘নবীর উম্মত’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সম্মেলন ‘উম্মতে মুস্তাফা (আ.) ইন্সটিটিউটের পক্ষ থেকে স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন ইসলামী সংস্থার কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন।
এছাড়াও এই সম্মেলনে ‘জামিয়াতুল আরওয়াতুল উসকা’র প্রধান আল্লামা সাইয়্যেদ জাওয়াদ নাকাভী তার নিজের বক্তৃতায় এদেশের মুসলমানদের দায়িত্ব এবং ইসলাম রক্ষার্থে তাদের দায়িত্বের কথা উল্লেখ করে।
1134511

captcha