আল-মানার সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানগুলো বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর উত্তরসূরি শহীদ সাইয়্যেদ হাশিম সাফিউদ্দিনকেও স্মরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এ উপলক্ষে বক্তব্য রাখবেন।
এছাড়া লেবাননের সংসদে প্রতিরোধ ফ্রন্টের প্রধান মোহাম্মদ রাদ উপস্থিত রয়েছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি, যিনি বর্তমানে লেবানন সফরে আছেন, তিনিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 4307383#