IQNA

ফিনল্যান্ডে বোরকা নিষিদ্ধকরণ আলোচনায় উদ্বেগ প্রকাশ করল ইসলামিক সংগঠনগুলো

17:08 - September 28, 2025
সংবাদ: 3478151
ইকনা- ফিনল্যান্ডের ইসলামিক সংগঠনগুলো দেশে বোরকা বা মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার আলোচনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইকনার প্রতিবেদন অনুযায়ী, Helsinki Times-কে উদ্ধৃত করে বলা হয়, ফিনল্যান্ডের ৪০টি ইসলামিক সংগঠনের একটি জোট সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার তীব্র সমালোচনা করেছে। এসব আলোচনা সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলে বোরকা ও মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার বিষয়ে চলছে। সংগঠনগুলো জানিয়েছে, তারা এই আলোচনাকে উদ্বেগ ও হতাশার সঙ্গে অনুসরণ করছে।

এই ইস্যুটি নতুন করে সামনে আসে গত মাসে, যখন সানি গ্রান-লাসোনেন, ফিনল্যান্ডের সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী এবং ন্যাশনাল কোয়ালিশন পার্টির সদস্য, সামাজিক মাধ্যমে লিখেন যে বোরকা ও নিকাব ফিনল্যান্ডের শ্রেণিকক্ষের জন্য উপযুক্ত নয়। তার এ মন্তব্য আসে ২০২৩ সালে ফিনস পার্টির ১৫ জন আইনপ্রণেতার সারাদেশে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধের প্রস্তাবের ধারাবাহিকতায়।

এদিকে, ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন, যিনি ফিনস পার্টিরই সদস্য, এ সপ্তাহের শুরুতে নিশ্চিত করেছেন যে সরকার এই মেয়াদকালে এমন কোনো নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব কি না, তা বিবেচনা করছে।

তবে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বিদ্যমান। ফিনল্যান্ডের শিক্ষা মন্ত্রী আন্দেরস অ্যাডলারক্রুটজ বলেন, স্কুলে বোরকা পরা হয় না এবং তার মন্ত্রণালয় শিশুদের এমন পোশাক ব্যবহারের কোনো রিপোর্ট পায়নি। তাই তিনি এ ধরনের নিষেধাজ্ঞার পক্ষে নন।

ইসলামিক সংগঠনগুলো তাদের যৌথ বিবৃতিতে এ আলোচনাকে "ক্লাসিক পপুলিজম" এবং "অস্তিত্বহীন একটি বিষয়কে কেন্দ্র করে ডানপন্থী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা" বলে অভিহিত করেছে।

তারা জোর দিয়ে বলেছে, ফিনল্যান্ডে বোরকা ও নিকাব খুবই বিরল, অধিকাংশ মুসলিম নারী কেবল হিজাব ব্যবহার করেন, যা মুখ ঢেকে রাখে না। বিবৃতিতে বলা হয়: "এই পরিসংখ্যানগত বাস্তবতা গোটা নিষেধাজ্ঞার আলোচনাকে অর্থহীন করে তোলে।" এছাড়া সংগঠনগুলো সতর্ক করেছে, এমন সিদ্ধান্ত মৌলিক অধিকার লঙ্ঘন করবে এবং বৈষম্যের ঝুঁকি বাড়াবে।

ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার বিষয়ক দপ্তরের এক রিপোর্টে“Being Muslim in Europe and Experiences of Muslims”দেখানো হয়েছে, ২০২৪ সালে ইসলামভীতির (ইসলামোফোবিয়া) দিক থেকে ফিনল্যান্ড ইউরোপের অন্যতম শীর্ষে ছিল, যেখানে ৬৩ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। 4307560#

 

captcha