ইরাকের সরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব ও রাজনৈতিক দলের নেতারা আলাদা বার্তায় ইরাকের শিয়া বিশ্বের সর্বোচ্চ মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলি হুসেইনি সিস্তানির স্ত্রীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর শোকবার্তা
ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে বলেন: “গভীর দুঃখ ও আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রেখে আমরা আলভি বংশের মহীয়সী নারী, আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলি হুসেইনি সিস্তানির স্ত্রীর ইন্তেকালকে সমগ্র ইরাকবাসী ও বিশ্ব ইসলামকে শোক জানাই।”
তিনি আরও বলেন: এই দুঃখজনক মুহূর্তে আমরা মারজায়ে আ’লাম সিস্তানি, তাঁর দুই সন্তান সাইয়্যেদ মুহাম্মদ রিজা ও সাইয়্যেদ মুহাম্মদ বাকিরকে, সম্মানিত পরিবারকে এবং মুজাদ্দিদ শিরাজির পরিবারকে গভীর সমবেদনা জানাই। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমাকে নেক আমলের প্রতিদান দেন, রহমত ও মাগফিরাতের ছায়ায় স্থান দান করেন এবং পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
প্রেসিডেন্ট শোকবার্তা
ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ জামাল রশিদও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন: “গভীর দুঃখের সঙ্গে আমরা মারজায়ে আ’লাম আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলি হুসেইনি সিস্তানির স্ত্রীর ইন্তেকালে শোকাহত।”
তিনি সাইয়্যেদ মুহাম্মদ রিজা ও সাইয়্যেদ মুহাম্মদ বাকির সিস্তানিকে সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন মরহুমাকে জান্নাতে স্থান দেন এবং মারজায়ে আ’লাম ও পরিবারের জন্য ধৈর্য দান করেন।
পার্লামেন্টের শোকবার্তা
ইরাকের সংসদীয় স্পিকার মাহমুদ আল-মাশহাদানিও সিস্তানির স্ত্রীর ইন্তেকালে গভীর সমবেদনা জানান। তাঁর অফিস জানায়: “আমরা আল্লাহর তাকদীরে বিশ্বাস রেখে গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ মরহুমাকে তাঁর বিস্তৃত রহমত ও জান্নাতে সিদ্দিক, শহিদ ও সালেহিনদের সঙ্গ প্রদান করুন।”
সংসদের প্রথম উপ-স্পিকার মুহসিন আল-মানদালাওয়িও আলাদা বার্তায় সিস্তানি, তাঁর সন্তান ও সমগ্র ইরাক ও ইসলামি উম্মাহকে সমবেদনা জানান।
প্রতিরক্ষা মন্ত্রীর শোকবার্তা
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবিত মুহাম্মদ সাঈদ আল-আব্বাসিও সিস্তানিকে গভীর সমবেদনা জানান।
হাশদ আশ-শাবির শোকবার্তা
হাশদ আশ-শাবির প্রধান ফালিহ আল-ফায়াদ এক বিবৃতিতে বলেন: “গভীর দুঃখ ও আল্লাহর ইচ্ছা মেনে আমরা মহীয়সী আলভি বংশীয় নারী, মারজায়ে আ’লাম আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলি সিস্তানির স্ত্রীর ইন্তেকালের সংবাদ গ্রহণ করেছি। আমরা মারজায়ে আ’লাম, তাঁর পরিবার ও সমগ্র ইসলামি উম্মাহকে গভীর সমবেদনা জানাই।”
কুর্দিস্তান ন্যাশনাল ইউনিয়নের শোকবার্তা
কুর্দিস্তান ন্যাশনাল ইউনিয়নের প্রধান জালাল তালাবানিও গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন: “দীর্ঘ ত্যাগ, তাকওয়া ও ধর্মীয় সেবার পর এই মহীয়সী নারীর ইন্তেকালে আমরা মারজায়ে আ’লাম, হাকিম ও আলেম সাইয়্যেদ আলি সিস্তানিকে আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি মরহুমাকে রহমত নাযিল করে জান্নাতে স্থান দিন।”
ইন্তেকালের বিবরণ
উল্লেখ্য, শিয়াদের সর্বোচ্চ মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলি হুসেইনি সিস্তানির সহধর্মিণী রবিবার (৬ মেহর) সন্ধ্যায় নাজাফে অসুস্থতার পর ইন্তেকাল করেন।
সিস্তানির অফিস জানিয়েছে: “বিবি আলভিয়া, আয়াতুল্লাহ সাইয়্যেদ মির্জা হাসানের কন্যা ও আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মদ হাসান শিরাজি (মুজাদ্দিদ শিরাজি)র নাতনি, মারজায়ে আ’লাম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানির সহধর্মিণী নাজাফে ইন্তেকাল করেছেন।”
তাঁর জানাজা সোমবার সকাল ৯টায় মসজিদে শেখ তুসি থেকে বের করা হবে এবং দাফন সম্পন্ন হবে।
এছাড়া সোমবার ও মঙ্গলবার মাগরিব ও এশার নামাজের পর মসজিদে খিজরায় তাঁর রুহের মাগফিরাতের জন্য ফাতেহা মাহফিল অনুষ্ঠিত হবে। 4307696#