IQNA

পাকিস্তানে এক খ্রিস্টান পরিবারের ইসলাম ধর্ম গ্রহণ

23:03 - November 16, 2012
সংবাদ: 2449171
সামাজিক বিভাগ: পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচী শহরে ১৩ই নভেম্বরে এক খ্রিস্টান পরিবারের সকল সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই খ্রিস্টান পরিবার ইসলাম ধর্ম গ্রহণের আগে পাকিস্তানের ইসলামিক কেন্দ্র ‘জামায়াত আল দারাসাতুল ইসলামে’র সহায়তায় ইসলাম ধর্ম সম্পর্কে ব্যাপক গবেষণা এবং পড়াশোনা করে।
এই পরিবারের কর্তা ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের নিজেদের নাম ‘মোহাম্মাদ আল ইয়াস’, ‘নাজিয়া’, ‘মোহাম্মাদ সোলাইমান’ এবং ‘মোহাম্মাদ দাউদ’ নির্বাচন করেছেন।
captcha