IQNA

মহরম মাস উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে

15:09 - November 17, 2012
সংবাদ: 2449795
রাজনৈতিক বিভাগ: পবিত্র মহরম মাসে ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার বিভিন্ন শহরে বিশেষ শোকানুষ্ঠান উদযাপন হবে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শোকানুষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০শে নভেম্বরে (৬ষ্ঠ মহরম) শুরু হবে।
এছাড়াও এদেশে প্রথম মহরম থেকে ‘নুরুল জাহরা’ আঞ্জুমানের পক্ষ থেকে ‘Ampng’ শহর এবং ‘মোহেব্বনে রাসুল (সা.)’ আঞ্জুমানের পক্ষ থেকে ‘Srdang’ শহরে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, Johor, Pynang প্রদেশে ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
1138182
captcha