IQNA

ভারতে ইমাম হোসাইন (আ.)এর স্মরণে বিশেষ শোকানুষ্ঠান

21:09 - November 17, 2012
সংবাদ: 2449912
চিন্তা বিভাগ: ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহরম মাসে ভারত ব্যাপী বিশেষ শোকানুষ্ঠান উদযাপন করা হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র মহরম মাস উপলক্ষে ভারত ব্যাপী বিশেষ করে উত্তরপ্রদেশে লাখনা শহরে ১৬ই নভেম্বর থেকে ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠানে এদেশের বিশিষ্ট ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ জাওয়াদ নাকাভী, লাখনা শহরের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হামিদুল হাসান, নাজেমিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাইফ আব্বাস নাকাভী, উত্তরপ্রদেশ রাজ্যের হজ্ব ও দাতব্য সংস্থার সদস্যবৃন্দ বিশেষ বক্তৃতা পেশ করবেন। তাদের বক্তৃতায় আশুরার বার্তা, কারবালার বিপ্লবের কারণ এবং ইমাম হোসাইন (আ.)এর জীবনীর কথা উল্লেখ করবেন।
1138452

captcha