IQNA

ভারতে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহের জীবনীর আলোকে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে

13:09 - November 26, 2012
সংবাদ: 2453872
চিন্তা বিভাগ: ভারতের মহিলাদের জন্য কারবালার বাগ্মী নারী হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহের জীবনীর আলোকে ২৬শে নভেম্বর স্থানীয় সময় রাত্র আট ঘটিকায় উত্তর প্রদেশ রাজ্যের লাখনা শহরে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ সম্মেলনে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহের মহিমা, উৎসর্গ এবং কারবালার বার্তা বাহকের আলোকে এদেশের বিশিষ্ট ওলামা এবং ইসলামী চিন্তাবিদগণ মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
এছাড়াও লাখনা শহরের বিশিষ্ট খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ জাওয়াদ নাকাভি হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহের নৈতিক গুণাবলী এবং আধ্যাত্মিক জীবনী আলোকে বিশেষ বক্তৃতা পেশ করবেন।
এই সম্মেলন ভারতের মহিলাদের উপস্থিতিতে ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের শহীদের স্মরণে অনুষ্ঠিত হবে।
1142349
captcha