IQNA

৫০ বছর পর ইয়েমেন আশুরার শোকানুষ্ঠান উদযাপন

23:57 - November 26, 2012
সংবাদ: 2454161
আন্তর্জাতিক বিভাগ: অর্ধ শতাব্দীর পরে ইয়েমেনের রাজধানী সানা’য় উন্মুক্ত ভাবে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুরার শোক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনে জায়দিয়াদের ১০০০ বছরের শাসনামল ১৯৬২ সালের যুদ্ধে নিপাত যায়। ১৯৬২ সালের পর ২০১২ সালে এদেশে উন্মুক্ত ভাবে ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠান উদযাপিত হয়েছে।
২৪শে নভেম্বরে তথা মহরম মাসের ৯ তারিখে ইমাম হোসাইন (আ.)এর শোকানুষ্ঠানে হামলা হওয়ার কারণে ৪ ইয়েমেনই নিহত এবং ১৩ ইয়েমেনই গুরুত্বর আহত হয়।
ইয়েমেনের অধিবাসীরা এ সুযোগ ব্যাবহার করে রাস্তায় নেমে আসে। ইয়েমেনে মার্কিন UAVS এর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমবেত করে। বিক্ষোভ কারিরা ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিনের হস্তক্ষেপ করার কারণে তীব্র নিন্দা জানিয়েছে।
এছাড়াও বিক্ষোভকারীরা এই বিক্ষোভ মিছিলে ইয়েমেনে পদচ্যুত শাসক আলী আব্দুল্লাহ সালেহ এবং তার সাথীদের শাস্তির আহ্বান জানিয়েছে।
1143136

captcha