ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ বৈঠক ২৭শে নভেম্বর আলবেনিয়ার রাজধানী টিরানায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে এদেশের ইসলামী কমিটির চেয়ারম্যান ‘সেলিম মুচা’, মুসলিম কমিটির ভাইস চেয়ারম্যান ‘গাজমান আগা’ মুসলিম কমিটির সচিব ‘আলী জায়িমি’ এবং আরব আমিরাত থেকে আগত ধর্ম মন্ত্রীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই শীর্ষ বৈঠকের মাধ্যমে আলবেনিয়ায় মুসলমান, মসজিদ, মুসলিম কমিটির বিভিন্ন কার্যক্রম এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে।
1144520